প্রথম পাতা খবর পুরী রথযাত্রায় হুড়োহুড়ি! আহত প্রায় ৫০, সংকটজনক ৫

পুরী রথযাত্রায় হুড়োহুড়ি! আহত প্রায় ৫০, সংকটজনক ৫

349 views
A+A-
Reset

পুরীতে রথযাত্রার ধুমধামের মধ্যে হুড়োহুড়ি। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পুরী রথযাত্রায় বলভদ্রের তাল পতাকার রথ টানার সময় ধাক্কাধাক্কির কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে অর্ধশতাধিক লোক আহত হওয়ার খবর পাওয়া গেছে। পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত সকলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় প্রকাশ, মঙ্গলবার পুরীতে রথ টানার সময় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। সেই সময় মাটিতে পড়েবেশ কয়েকজন পদপিষ্ট হয়। আহতদের পুরী সদর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মারিচিকোট মোড়ে।

আহতদের মধ্যে বেশির ভাগই নারী ও প্রবীণ নাগরিক। ঘটনার সময় উপস্থিত নিরাপত্তা কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। মাটিতে পড়ে যাওয়া লোকজনকে উদ্ধার করেন তাঁরা। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে সবাই চিকিৎসাধীন। তাঁদের মধ্যে একজন বিদেশি ভক্তও রয়েছেন বলে জানা গেছে।

এর আগে জগন্নাথ মহাপ্রভুর পহণ্ডির সময় রথে ভগবানকে অর্পণ করতে গিয়ে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে আহত হন ৬ জন সেবক। জানা যায়, আহতদের তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁরা সকলেই সুস্থ আছেন বলে জানা গেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.