প্রথম পাতা খবর ফের কাবুল বিমানবন্দরে জঙ্গিহানার আশঙ্কা, সতর্ক করলেন বাইডেন

ফের কাবুল বিমানবন্দরে জঙ্গিহানার আশঙ্কা, সতর্ক করলেন বাইডেন

328 views
A+A-
Reset

ডেস্ক: আগামী ২৪  থেকে ৩৬ ঘণ্টার মধ্যে কাবুলে ফের জঙ্গিহানা হতে পারে, সে ইঙ্গিত দিয়েছেন বাইডেন। তবে মার্কিন প্রেসি়েডেন্ট স্পষ্ট করে দেন, বাহিনীর উপর সামান্য আঘাত আসলেও পাল্টা স্ট্রাইক হবে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা জানিয়েছেন তিনি। আগামী ৩১ অগস্ট আমেরিকার উ্দ্ধারকাজ চালানোর সময় শেষ হচ্ছে। তার মধ্যেই হামলা হতে পারে বলে আশঙ্কা আমেরিকার।


বাইডের বিবৃতি অনুযায়ী, যুদ্ধ বিধ্বস্ত দেশ আফগানিস্তানের উপর মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার প্রেক্ষিত ছিল কাবুল বিমানবন্দরে জঙ্গী গোষ্ঠী Islamic State in Khorasan (ISIS-K) আত্মঘাতী বোমা বিস্ফোরণ। হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় অন্তত ১৬৯ আফগান বেসামরিক নাগরিক এবং ১৩ মার্কিন সেনা সদস্য নিহত হওয়ার প্রতিশোধ নেওয়া। 

আরও পড়ুন: টোকিও প্যারালিম্পিক্সে ইতিহাস গড়লেন ভারতের টেবিল টেনিস খেলোয়াড় ভাবিনাবেন


নিরাপত্তা বাহিনীর থেকে তথ্য পেয়ে বাইডেন জানিয়েছেন, ইসলামিক স্টেট-খোরাসান যারা গত বৃহস্পতিবারের কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের দায় স্বীকার করেছে, তারাই ফের নিশানা করতে পারে বিমানবন্দরটিকে। বাইডেনের কথায়, বৃহস্পতিবারের বিস্ফোরণটাই শেষ নয়। শনিবার বাইডেন বলেন, ‘ওখানকার পরিস্থিতি এখনও খুবই ভয়ঙ্কর। জঙ্গি হামলার প্রবল আশঙ্কা রয়েছে। আমাদের কমান্ডাররা জানিয়েছে যে ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ফের হামলা হতে পারে।’


উল্লেখ্য,বৃহস্পতিবার আইএসআইএস-কে-এর একাধিক জঙ্গি এবং একজন আত্মঘাতী হামলাকারী এই সপ্তাহের শুরুতেই কাবুল বিমানবন্দরে মারাত্মক ধ্বংসলীলা চালায়। নিহত মার্কিন সেনা সদস্যদের মধ্যে প্রায় ১০ জন নৌ-সেনা ছিলেন, যাদের মধ্যে অনেকেই ছিল সদ্য ২০ কোঠায়। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.