প্রথম পাতা খবর ভোটার কার্ডে এক মহিলার নাম-ঠিকানার পাশে ছাপা হল মুখ্যমন্ত্রীর ছবি! নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগে চাঞ্চল্য বিহারে

ভোটার কার্ডে এক মহিলার নাম-ঠিকানার পাশে ছাপা হল মুখ্যমন্ত্রীর ছবি! নির্বাচন কমিশনের গাফিলতির অভিযোগে চাঞ্চল্য বিহারে

174 views
A+A-
Reset

বিহারের মধেপুরায় সরকারি গাফিলতির এক অদ্ভুত উদাহরণ সামনে এল। জয়পালপট্টির এক মহিলার নামে ভোটার আইডি কার্ড এলেও, কার্ডে ছাপা হয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছবি! নাম, ঠিকানা ও অন্যান্য সমস্ত তথ্য ঠিক থাকলেও, ছবিটি দেখে হতবাক হয়ে যান ওই মহিলা ও তাঁর পরিবার।

ঘটনাটি সামনে আসে মধেপুরায় ভোটার তালিকার বিশেষ সংশোধনী অভিযান ঘিরে এক প্রতিবাদ সভায়। সেখানে উপস্থিত ছিলেন চন্দন কুমার, যিনি সংবাদমাধ্যমের সামনে নিজের স্ত্রীর ভোটার কার্ডটি দেখান। তাতে দেখা যায়, নাম তাঁর স্ত্রীর হলেও, ছবিটি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের।

চন্দন কুমারের অভিযোগ, নির্বাচন কমিশন বা ভোটার কার্ড তৈরির দায়িত্বপ্রাপ্ত সংস্থার মারাত্মক গাফিলতির ফলেই এই ঘটনা ঘটেছে। তাঁর দাবি, এই ধরনের ভুলের পেছনে যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত।

তিনি জানান, প্রায় আড়াই মাস আগে ডাক বিভাগের মাধ্যমে কার্ডটি তাঁদের হাতে আসে। খাম খুলেই তাঁরা চমকে যান—সঠিক তথ্যের মধ্যে মুখ্যমন্ত্রীর ছবি দেখে। তাঁরা যখন স্থানীয় বুথ লেভেল অফিসারের (BLO) কাছে বিষয়টি জানান, তখন না কি তাঁদের বলা হয়, বিষয়টি প্রকাশ্যে না আনতে।

জেলা উপনির্বাচন আধিকারিক জিতেন্দ্র কুমার এ প্রসঙ্গে বলেন, ভোটার কার্ডগুলি কর্নাটক থেকে ছাপিয়ে পাঠানো হয়। এই ধরনের ভুল সংশোধনের জন্য অনলাইনে অথবা এসডিও অফিসে গিয়ে ফর্ম ৮ জমা দিতে হবে।

এই ঘটনার পর সাধারণ মানুষের মধ্যে নির্বাচন কমিশনের স্বচ্ছতা ও নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে যখন ২০২৫ সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রস্তুতি শুরু হয়েছে। ভোটারদের আস্থার প্রশ্নে এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.