প্রথম পাতা খবর ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বিপ্লব দেবের ইস্তফা

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বিপ্লব দেবের ইস্তফা

297 views
A+A-
Reset

ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব। আগামী বছরেই সেই রাজ্যে বিধানসভা ভোট হতে চলেছে। তিনি জানান, সংগঠন থাকলে তবেই তো সরকার থাকবে। ইতিমধ্যেই রাজ্যপালের কাছে ইস্তফাপত্র জমা দিয়েছেন তিনি। শনিবারই নয়া মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করতে পারে বিজেপি।

রাজ্যপালকে পাঠানো ইস্তফাপত্রে মাত্র একটি লাইন লেখেন বিপ্লব। লেখেন, ‘আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলাম। ’ পরে অবশ্য বিপ্লব স্পষ্ট করে দেন, বিজেপির শীর্ষ মহলের নেতৃত্বেই বিধানসভা ভোটের ১০ মাস আগেই মুখ্যমন্ত্রিত্ব ছেড়েছেন। বলেন, “দল চায় আমি সংগঠনকে শক্তিশালী করার জন্য কাজ করি”।

সূত্রের খবর, বিজেপির রাজ্য শাখার মধ্যে অন্তর্দ্বন্দ্বের খবর প্রকাশ্যের আসার পরই পদত্যাগ করলেন বিপ্লব দেব। কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব এবং বিজেপির সাধারণ সম্পাদক বিনোদ তাওদেকে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে, তাঁরা দু’জনই আগরতলায় পৌঁছেছেন। বিজেপি আজই নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে। সমস্ত রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী হওয়া জোরদার হয়েছে, সেই সমস্ত রাজ্যে বারবার নেতৃত্ব বদলের কৌশল নিয়েছেন মোদী-শাহরা। 

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.