প্রথম পাতা খবর বীরভূমে নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

বীরভূমে নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

252 views
A+A-
Reset

বীরভূম: সরকারি হাসপাতালের এক নার্সকে ধর্ষণের অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে বীরভূম জেলার মুরারই থানার অন্তর্গত এক স্বাস্থ্যকেন্দ্রে। অভিযুক্ত হোমিওপ্যাথি চিকিৎসককে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থেকে গ্রেফতার করা হয়েছে। নির্যাতিতা নার্স রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে পুলিশ তৎপর হয়ে অভিযুক্তকে খুঁজে বের করে।

শনিবার লিখিত অভিযোগে নার্স জানিয়েছেন, দীর্ঘদিন ধরে ওই চিকিৎসক তাকে উত্ত্যক্ত করছিলেন। অভিযোগ, একদিন স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে একা পেয়ে তাকে ধর্ষণ করেন চিকিৎসক। নার্সদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ঘটনার বিবরণ প্রকাশিত হলে তা ভাইরাল হয়ে যায়, যার ফলে ঘটনাটি প্রকাশ্যে আসে।

এদিকে চিকিৎসকের গ্রেফতারির পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা চিকিৎসকের পক্ষে বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং অভিযোগ করেন যে, চিকিৎসককে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং অভিযুক্তকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হবে। তদন্তের অগ্রগতি এবং নার্সের সুরক্ষা নিয়ে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.