প্রথম পাতা খবর মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই, বুথফেরত সমীক্ষার পূর্বাভাস

মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের ভোটে হাড্ডাহাড্ডি লড়াই, বুথফেরত সমীক্ষার পূর্বাভাস

216 views
A+A-
Reset

লোকসভা নির্বাচনের মাত্র ছ’মাস পর মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের বিধানসভা ভোটে বিজেপি নেতৃত্বাধীন জোটের এগিয়ে থাকার ইঙ্গিত দিল অধিকাংশ বুথফেরত সমীক্ষা। তবে উভয় রাজ্যেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিতও দিচ্ছে কয়েকটি সমীক্ষা।

বুধবার মহারাষ্ট্রের ২৮৮টি আসনে এক দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। একই সঙ্গে ঝাড়খণ্ডে দ্বিতীয় তথা শেষ দফার ভোট হয় ৩৮টি আসনে। ভোটপর্ব শেষে বিভিন্ন চ্যানেলের প্রকাশিত সমীক্ষা অনুযায়ী বিজেপি জোটের এগিয়ে থাকার সম্ভাবনা প্রবল।

মহারাষ্ট্রে ১৪৫ আসনের সংখ্যাগরিষ্ঠতার লক্ষ্যমাত্রা ছুঁতে মূল লড়াই হচ্ছে বিজেপি-শিবসেনা (একনাথ শিন্ডে)-এনসিপি (অজিত)-এর ‘মহাযুতি’ এবং বিরোধী কংগ্রেস-শিবসেনা (ইউবিটি)-এনসিপি (শরদ)-এর ‘মহাবিকাশ আঘাড়ী’র মধ্যে। এছাড়াও মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস), বহুজন বিকাশ আঘাড়ী, বঞ্চিত বহুজন আঘাড়ী ও মিম-সহ একাধিক আঞ্চলিক দল লড়াইয়ে রয়েছে।

মহারাষ্ট্রের বুথফেরত সমীক্ষাগুলির ফলাফলে দেখা যাচ্ছে, চাণক্যের মতে বিজেপি জোট ১৫২-১৬০টি আসনে জিততে পারে, মহাবিকাশ আঘাড়ী ১৩০-১৩৮টি এবং অন্যরা ৬-৮টি আসন পেতে পারে। ম্যাট্রিজের পূর্বাভাস অনুযায়ী বিজেপি জোট ১৫০-১৭০, মহাবিকাশ আঘাড়ী ১১০-১৩০ এবং অন্যরা ৮-১০টি আসনে জয় পেতে পারে। পি-মার্কের পূর্বাভাস বলছে বিজেপি জোট ১৩৭-১৫৭ এবং বিরোধী জোট ১২৬-১৪৬টি আসন পেতে পারে। দৈনিক ভাস্করের সমীক্ষা উল্টো ফল দেখিয়েছে—বিরোধী জোট ১৩৫-১৫০, বিজেপি জোট ১২৫-১৪০ এবং অন্যরা ২০-২৫টি আসনে জয় পেতে পারে।

অন্যদিকে, ঝাড়খণ্ডে ৮১ আসনের মধ্যে ৪২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং বিরোধী ‘ইন্ডিয়া’ জোটের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত রয়েছে। এনডিএ জোটে এইবার অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (আজসু), জেডিইউ এবং এলজেপি (রামবিলাস) অন্তর্ভুক্ত। অপরদিকে, বিরোধী ‘মহাগঠবন্ধনে’ জেএমএম, কংগ্রেস, আরজেডি এবং সিপিআইএমএল লিবারেশন রয়েছে।

অ্যাক্সিস মাই ইন্ডিয়া-র পূর্বাভাস অনুযায়ী, এনডিএ ১৭-২৭, ‘ইন্ডিয়া’ ৪৯-৫৯ এবং অন্যরা ১-৬টি আসনে জিততে পারে। ম্যাট্রিজের মতে এনডিএ ৪২-৪৭, ‘ইন্ডিয়া’ ২৫-৩০ এবং অন্যরা ১-৪টি আসন পেতে পারে। চাণক্যের সমীক্ষা বলছে এনডিএ ৪৫-৫০, ‘ইন্ডিয়া’ ৩৫-৩৮ এবং অন্যরা ৩-৫টি আসনে জয়ী হতে পারে।

নরেন্দ্র মোদী তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার পর ইতিমধ্যেই হরিয়ানা এবং জম্মু-কাশ্মীরে বিধানসভা ভোট অনুষ্ঠিত হয়েছে। হরিয়ানায় বিজেপি জয়ের হ্যাটট্রিক করলেও জম্মু-কাশ্মীরে আশানুরূপ ফল পায়নি। তবে এই নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএর জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, আর বিরোধী জোট ‘ইন্ডিয়া’র জন্য হারানো শক্তি পুনরুদ্ধারের সুযোগ। ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আগামী শনিবার গণনার দিন পর্যন্ত।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.