ডেস্ক: পশ্চিমবঙ্গের চার বিধানসভা কেন্দ্র গোসাবা, দিনহাটা, শান্তিপুর, খড়দহে ভোট হবে ৩০ অক্টোবর। এই ৪ কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করল বিজেপি। দিনহাটা কেন্দ্রে প্রার্থী করা হয়েছে অশোক মণ্ডলকে। শান্তিপুর কেন্দ্রে প্রার্থী করা হয়েছে নিরঞ্জন বিশ্বাসকে। খড়দহ কেন্দ্রে বিজেপির প্রার্থী জয় সাহা আর গোসাবা কেন্দ্রে প্রার্থী পলাশ রাহা।
আরও পড়ুন: ‘বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে ব্যর্থ হয়েছে কংগ্রেস’, জাগো বাংলায় লিখলেন মমতা
একইসঙ্গে তেলেঙ্গানা, রাজস্থান, নাগাল্যান্ড, মিজোরাম, মেঘালয়, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, কর্নাটক, হিমাচল প্রদেশ, হরিয়ানা, বিহার, অসম, অন্ধ্র প্রদেশেরও একাধিক কেন্দ্রে উপনির্বাচন হবে। পাশাপাশি কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি, মধ্য প্রদেশ, হিমাচল প্রদেশের তিন লোকসভা কেন্দ্রেও ভোটগ্রহণ হবে ৩০ অক্টোবর। বৃহস্পতিবার এই সমস্ত কেন্দ্রেও বিজেপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।