347
নয়াদিল্লি: বৃহস্পতিবার বিহার এবং রাজস্থানে দলের নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করল বিজেপি।
দলের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিংয়ের জারি করা একটি বিবৃতি অনুসারে, পার্টি প্রধান জেপি নড্ডা দিলীপ জয়সওয়ালকে বিহার রাজ্য ইউনিটের নতুন প্রধান হিসাবে নিযুক্ত করেছেন। দলের বিধায়ক জয়সওয়াল, সম্রাট চৌধুরীর স্থলাভিষিক্ত হলেন। সম্রাট এখন উপ-মুখ্যমন্ত্রী।।
অন্যদিকে, সিপি জোশীর পরিবর্তে রাজ্যসভার সাংসদ মদন রাঠোরকে রাজস্থানের বিজেপি সভাপতি করা হয়েছে। এ ছাড়াও অসম, চণ্ডীগড়, লাক্ষাদ্বীপ, রাজস্থান, তামিনাড়ু এবং ত্রিপুরায় সাংগঠনিক পদে একাধিক রদবদল করেছে বিজেপি।
তবে বঙ্গ বিজেপির সভাপতি পদে কোনও রদবদল করা হল না। আপাতত কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী সুকান্ত মজুমদারকেই বহাল রাখা হল বঙ্গ বিজেপির সভাপতি পদে।