কলকাতা: বুধবার ১২ ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছে বিজেপি। এ দিন সকাল থেকেই বেশ কিছু জায়গায় পথ অবরোধ করেন বিজেপি নেতারা। তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ জমায়েত সরিয়ে দেয়। কলকাতার রাস্তাঘাট মূলত সচল, মেট্রো স্বাভাবিক। দোকানপাট খোলা। তবে জায়গায় জায়গায় রেল অবরোধের কারণে আটকে পড়ে অনেক ট্রেন।
এ দিন উত্তর থেকে দক্ষিণবঙ্গ – সর্বত্রই ধর্মঘট সফল করতে কয়েকটি জায়গায় বিজেপি বিধায়করা পথে নেমে পড়েন। বাস, ট্রেন চলাচল বন্ধ করার অনুরোধ জানানো হয় হাতজোড় করে। এ ছাড়াও বুধবার সকালে গড়িয়াহাটে বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। তাঁকে আটক করা হয়। সল্টলেক সেক্টর ফাইভ সংলগ্ন এলাকায় থেকে বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্যকে গাড়িতে তুলে নিয়ে যায় পুলিশ। কোলে মার্কেট এলাকায় দোকানপাট বন্ধ রাখার আরজি নিয়ে পৌঁছন সজল ঘোষ। অসুস্থ হয়ে পড়লে পুলিশ বিজেপি নেতাকে সরিয়ে নিয়ে যায়। শ্যামবাজারে বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছিলেন লকেট চট্টোপাধ্যায়, রাহুল সিনহারা। পরিস্থিতি সামলাতে পুলিশ তাঁদের গাড়ি তুলে অন্যত্র নিয়ে যায়।
আজ সকাল থেকেই পথে নেমে সেই বন্ধ সফল করতে তৎপর দলের নেতা, কর্মী, সমর্থকরা। তার জন্য সবচেয়ে প্রভাব পড়ে রেল পরিষেবায়। নিত্যযাত্রীরা কর্মক্ষেত্রের উদ্দেশে রওনা হয়ে চূড়ান্ত হয়রানির শিকার।