প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমেরিকা সফর শেষে দেশে ফিরতেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের তোড়জোড় শুরু করেছে বিজেপি। দলীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে বিজেপির পরিষদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে, যেখানে নতুন মুখ্যমন্ত্রীর নাম চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দিল্লি বিধানসভা নির্বাচনে জয়ের পরেও বিজেপি সঙ্গে সঙ্গেই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেনি। গত এক সপ্তাহ ধরে সম্ভাব্য মুখ্যমন্ত্রী নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। তবে মোদীর বিদেশ সফরের কারণে কোনও সিদ্ধান্ত হয়নি। এখন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এই বিষয়ে সিদ্ধান্ত দ্রুত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
সোমবার বিকেল ৩টায় দিল্লির বিজেপি কার্যালয়ে ৪৮ জন নবনির্বাচিত বিধায়কের বৈঠক ডাকা হয়েছে। এই বৈঠকেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হতে পারে।
প্রায় ২৭ বছর পর দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। ৭০ আসনের মধ্যে তারা পেয়েছে ৪৮টি আসন, যেখানে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (AAP) ২২টি আসনে জয়ী হয়েছে। নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে কৌতূহলের কেন্দ্রবিন্দু এখন দিল্লির রাজনীতি।