প্রথম পাতা খবর হাতাহাতিতে জড়ালেন বিজেপি নেতা-কর্মীরা! পার্টি অফিসে ঝুলল তালা

হাতাহাতিতে জড়ালেন বিজেপি নেতা-কর্মীরা! পার্টি অফিসে ঝুলল তালা

436 views
A+A-
Reset

কলকাতা: বিজেপিতে ফের সাংগঠনিক অসন্তোষ। বারাসাতে মণ্ডল সভাপতি নির্বাচন নিয়ে বিজেপিতে অসন্তোষ। জেলা কার্যালয়ের মধ্যেই হাতাহাতিতে জড়ালেন বিজেপি নেতা-কর্মীরা। পার্টি অফিসে ঝুলল তালা।

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, পঞ্চায়েত নিবার্চনের পর বারাসত সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপস মিত্রকে পরিবর্তন করে তরুণকান্তি ঘোষকে পদে আনা হয়। এরপরই প্রাক্তন জেলা সভাপতির বিরুদ্ধে পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীর জন্য বরাদ্দ টাকা নয়ছয় করার অভিযোগ উঠলে দলের অন্দরেই চাঞ্চল্য ছড়ায়। এরই মধ্যে মঙ্গলবার রাতে সাংগঠনিক জেলার অন্তর্গত একাধিক মণ্ডলের সভাপতি পরিবর্তন করায় ক্ষোভ আরও বাড়ে।

জেলার বিভিন্ন প্রান্তের বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে বুধবার সন্ধেয় বারাসত হেলাবটতলার জেলা পার্টি অফিসে বিক্ষোভ দেখাতে আসে। আগেভাগেই এই খবর জেনে জেলা সভাপতি দলীয় কার্যালয়ে ছিলেন না বলেই জানা গিয়েছে। কিন্তু জেলা মহিলা মোর্চার বৈঠক থাকায় তারা দলীয় কার্যালয় ছিল।

উত্তেজনা বাড়লে প্রথমে বিজেপির মহিলা কর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়ায়। তারপর বাকিরাও সংঘর্ষে জড়ালে এক কর্মী রক্ত ঝরে। খবর পেয়ে বারাসত থানার পুলিশ দিয়ে পরিস্থিতি সামাল দেয়। যদিও ততক্ষণে পার্টি অফিসে তালা মেরে দেয় বিক্ষুব্ধ গোষ্ঠী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.