প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা জন বার্লাকে ঘিরে জোর জল্পনা। শোনা যাচ্ছে, তিনি না কি তৃণমূলের যোগ দিতে পারেন। ডুয়ার্সের রাজনৈতিক মহলে এমনই গুঞ্জন শুরু হয়েছে।
আগামী ১৩ নভেম্বর আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। মাদারিহাট উপনির্বাচনের প্রচারে দেখা যাচ্ছে না প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতাকে। এরই মধ্যে জন বার্লার বানারহাটের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করলেন তৃণমূল নেতৃত্ব।
নাম না করে আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিগ্গাকে আক্রমণ করে জন বার্লা বলেন, ‘আমরা এখন বসে আছি। ওয়ান ম্যান আর্মি হিসেবে জেলাকে পরিচালনা করা হচ্ছে। আমাকে ছাড়া জিততে পারলে ভাল। আমিই চেয়ারম্যান, আমিই জেলার সভাপতি, আমিই এমপি, এমএলএ। সবকিছু এক জন, বাকিরা কী করবে?’
একই সঙ্গে তিনি বলেন, ‘এইভাবে তো চলবে না, আপনারা বুঝবেন কাকে বলছি, এখন আমাকে ছাড়া জিতলে ভালো, চা বাগানের মানুষকে নিয়ে না চললে কেন বিশ্বাস করবে’?
এ দিকে, জন বার্লার সঙ্গে সাক্ষাৎ নিয়ে তেমন কিছু বলতে চাননি তৃণমূল নেতারা। তাঁদের মন্তব্য, উপনির্বাচনের আগে সৌজন্য সাক্ষাৎ এটা। সবমিলিয়ে মাদারিহাট উপনির্বাচনের আগে বিজেপিতে বার্লা অস্বস্তি?