প্রথম পাতা খবর বিপর্যস্ত উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তেজনা! নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

বিপর্যস্ত উত্তরবঙ্গে রাজনৈতিক উত্তেজনা! নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ

18 views
A+A-
Reset

ধসে-বন্যায় বিপর্যস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে বিজেপির দুই জনপ্রতিনিধি। সোমবার সকালে নাগরাকাটার বামনডাঙা এলাকায় পাথর ছোড়া ও বিক্ষোভে আহত হলেন মালদহ উত্তরের সাংসদ খগেন মুর্মু এবং শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ

ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাথরের ঘায়ে গুরুতর জখম হন সাংসদ খগেন মুর্মু। তাঁর মাথা ফেটে যায় এবং গলগল করে রক্ত ঝরতে থাকে। শঙ্কর ঘোষকেও ধাক্কাধাক্কি করা হয়। পরে দুই নেতাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শঙ্কর ঘোষ এক ভিডিয়ো বার্তায় বলেন, “আমাদের গাড়ির সমস্ত কাচ ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। খগেনদা রক্তাক্ত হয়ে পড়ে আছেন। আপাতত তাঁকে নিয়ে হাসপাতালে যাচ্ছি।”

ঘটনার পরই এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এখনও পর্যন্ত উত্তেজনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গিয়েছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি সামাল দিতে নাগরাকাটা ও বামনডাঙায় টহলদারি চালাচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.