ঘাটাল: বিজেপি বিধায়ক হিরণের আক্রমণের পর পরই ঘাটালে গিয়ে মুখ খুললেন তৃণমূল সাংসদ দেব। তবে টলিপাড়ায় নিজের সতীর্থ এবং বিজেপি বিধায়কের বিরুদ্ধে সরাসরি তোপ দাগেননি ঘাটালের সাংসদ। জানিয়ে দিলেন, “ও আমার ভালো বন্ধু”।
খড়্গপুরের বিজেপি বিধায়ক হিরণ অভিযোগ করেছিলেন ঘাটালে না এসে মলদ্বীপে গিয়ে ঘুরে বেড়াচ্ছেন দেব। শুধু তাই নয়, দেবের সঙ্গে গরু পাচার কাণ্ডে গ্রেফতার হওয়া এনামুল হকের যোগ নিয়েও চাঞ্চল্যকর দাবি করেন।
মঙ্গলবার দুপুরে ঘাটালে বীরসিংহ উন্নয়ন পর্ষদের একটি বৈঠকে যোগ দিতে ঘাটালে পৌঁছন দেব। দিনভর ঘাটালে একাধিক কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। তিনি বলেন, “কাটমানি কী জানি না, এনামুলকে চিনি না। দেব কখনও এমন কাজ করেনি যে মাথা নীচু করে থাকতে হবে। কারও থেকে টাকা নিয়ে আমি ছবি করি না। আর আমাকে যেদিন ডেকেছিল আমি সেদিনই গেছি। অন্য কোনো তারিখও চাইনি। সেটা ৯ মাস হয়ে গিয়েছে। এর পর আমাকে আর ডাকেনি। তবে ডাকলে যাব”।
হিরণ সম্পর্কে দেবের স্পষ্ট জবাব, “হিরণ আমার ভালো বন্ধু, ওকে কিছু বলার নেই। আমি সবাইকে বলতে চাই যে এটা কিছুই হয়নি। একটা বন্ধু আরও একটা বন্ধুকে প্রশ্ন করেছে আর আমি তার উত্তর দিচ্ছি”।
আরও পড়ুন: ফের সক্রিয় রাজনীতির ময়দানে অভিষেক, ডিসেম্বরেই প্রথম জনসভা কাঁথিতে!