কলকাতা: বৃহস্পতিবার আরও এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিলেন তৃণমূলে। দলবদল করলেন বাঁকুড়ার কোতুলপুরের বিধায়ক হরকালী প্রতিহার। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন তিনি।
তৃণমূলের অফিসিয়াল এক্স হ্যান্ডলে লেখা হয়েছে, এই পদক্ষেপে জনগণের সেবা করা এবং মা-মাটি-মানুষের অটল আদর্শ আরও শক্তিশালী হল। বিজেপি বিধায়ককে ‘তৃণমূল পরিবারে’ আন্তরিক ভাবে স্বাগত জানিয়েছে ঘাসফুল শিবির। লেখা হয়েছে, ‘‘আমরা এক সঙ্গে বাংলার উন্নতির জন্য অক্লান্ত ভাবে হাতে হাত রেখে কাজ করার অঙ্গীকার করছি।’’
২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল অনুযায়ী, বিজেপি-র বিধায়ক সংখ্যা ছিল ৭৭৷ ভোটের ফল প্রকাশের পরই বিধায়ক পদ থেকে ইস্তফা দেন দুই সাংসদ নিশীথ প্রামাণিক এবং জগন্নাথ সরকার। এর পরে একের পর এক বিধায়ক শাসক দলে নাম লেখানোয় বিধানসভায় আরও শক্তি কমে বিজেপি-র। খাতায় কলমে বিজেপি-র বিধায়ক সংখ্যা ৭৫ থাকলেও আসলে তা কমে হয় ৬৯। এবার হরকালী প্রতিহারও তৃণমূলে যোগ দেওয়ায় বিজেপি-র বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ৬৮-তে।