বুধবার ফের উত্তপ্ত হল রাজ্য বিধানসভা। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিস ও অনুব্রত মণ্ডলের কুকথা ইস্যুতে বিজেপির আনা মুলতবি প্রস্তাব খারিজ—এই দুই ইস্যুকে কেন্দ্র করেই শুরু হয় রাজনৈতিক চাপানউতোর। দুপুর ১২.১০টা নাগাদ শঙ্কর ঘোষের নেতৃত্বে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা।
এদিন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বিধানসভার প্রিভিলেজ কমিটিকে শুভেন্দুর স্বাধিকার ভঙ্গের নোটিসের তদন্তের নির্দেশ দেন। চলতি অধিবেশনেই রিপোর্ট পেশের সম্ভাবনা। অন্যদিকে, অনুব্রতের মন্তব্য নিয়ে বিজেপির মুলতবি প্রস্তাব খারিজ করে দেন স্পিকার।
বিধানসভা চত্বরেই শঙ্কর ঘোষ অভিযোগ করেন, “স্পিকার দ্বিচারিতা করছেন। বাইরে তৃণমূল নেতারা প্রধানমন্ত্রীকে আক্রমণ করলে বলা হয় তার আলোচনা হবে না। অথচ শুভেন্দুর বাইরে বলা কথায় স্বাধিকার ভঙ্গের নোটিস?”
প্রসঙ্গত, পহেলগাঁও জঙ্গি হামলার প্রতিবাদে ভারতীয় সেনার প্রত্যাঘাত নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী সেনাকে ধন্যবাদ জানিয়েছিলেন। শুভেন্দুর অভিযোগ, মুখ্যমন্ত্রী নাকি পাকিস্তানের হয়ে প্রশংসা করেছেন। এই মন্তব্য ঘিরেই তৃণমূলের একাধিক মন্ত্রী স্বাধিকার ভঙ্গের নোটিস আনেন। বুধবার সেই নোটিসের তদন্তের নির্দেশ দেন স্পিকার। ফলে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি।