প্রথম পাতা খবর আসানসোলে প্রার্থী ঘোষণা করল বিজেপি, বাকি রইল ডায়মন্ড হারবার

আসানসোলে প্রার্থী ঘোষণা করল বিজেপি, বাকি রইল ডায়মন্ড হারবার

455 views
A+A-
Reset

আসানসোল : বিজেপির টিকিটে আসানসোল কেন্দ্র থেকে এ বারের লোকসভা নির্বাচনে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া প্রার্থী হিসাবে লড়াই করতে চলেছেন।

জানা গেছে, আসানসোল থেকে দলের টিকিট পাওয়ার দৌড়ে অন্যতমদের মধ্যে ছিলেন আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। সেই জিতেন্দ্র তেওয়ারি সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া দলের প্রার্থী হওয়ার পরে বলেন, তিনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ। বাংলার সমস্ত সাংসদের মধ্যে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার সবচেয়ে বেশি অভিজ্ঞতা রয়েছে।

প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পরে প্রাথমিক প্রতিক্রিয়ায় অহলুওয়ালিয়া বলেছেন, “এই মাত্র জেনেছি। প্রার্থীর তালিকা দেখেই জানলাম। বৃহস্পতিবারেই আসানসোল যাচ্ছি।”

এর আগে পর্যন্ত রাজ্যের ৪১টি আসনে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি। কিন্তু আসানসোল থেকে নাম সরিয়ে নেন ভোজপুরী গায়ক পবন সিং। এখন আসানসোলে সুরেন্দ্রের নাম ঘোষণার পরে রাজ্যে বিজেপির আর মাত্র একটি আসনেই প্রার্থীর নাম ঘোষণা বাকি রইল, সেটা হল ডায়মন্ড হারবার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি কাকে প্রার্থী করবে, তা নিয়েই আপাতত চলছে জল্পনা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.