ডেস্ক: প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় যোগ দিলেন তৃণমূলে। ফের একবার ফিরলেন রাজনীতিতে। তবে এবার মাঠটা অন্য। তৃণমূলের হয়ে খেলতে নামছেন বাবুল সুপ্রিয়। আজ, ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসে গিয়ে তৃণমূলে যোগদান করেন আসানসোলের সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। উপস্থিত ছিলেন তৃণমূলের তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভবানীপুরের ভোটের আগে বড় ধাক্কা খেল বিজেপি।
আরও পড়ুন: কাবুলে মার্কিন ড্রোন হানায় নিহত ১০ আফগান, ‘ভুল স্বীকার’আমেরিকার
গত বিধানসভা ভোটে টালিগঞ্জে বিজেপির হয়ে লড়ে হার স্বীকার করতে হয় বাবুলকে। এরপর মোদি মন্ত্রিসভার সম্প্রসারণে স্থান না হওয়ায় ৭ জুলাই কেন্দ্রীয় মন্ত্রিত্ব ছাড়তে হয় বাবুলকে। এমনকী, ভবানীপুর উপনির্বাচনে ২০ জন তারকা প্রচারকের তালিকাতেও তাঁর নাম রাখা হয়। যদিও বাবুল সুপ্রিয় জানিয়ে দেন তিনি প্রচার করবেন না। এরপর নানা জল্পনা তৈরি হয়। শনিবার যার অবসান হল। পাকাপাকি ভাবে তৃণমূলে যোগ দিলেন বাবুল সুপ্রিয়।