কলকাতা: ডায়মন্ড হারবারে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। দলবিরোধী কাজের অভিযোগে অভিজিৎ দাস ওরফে ববিকে সাময়িক বরখাস্ত করল বিজেপি। তিনি এ বারের লোকসভা ভোটে ডায়মন্ড-হারবার লোকসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী।
জানা গিয়েছে, সাময়িকভাবে তাঁকে বরখাস্ত করেছে বিজেপি-র দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি। চিঠি দেওয়া হয়েছে তাঁকে। দলের নির্দেশ, কী কারণে তিনি দল বিরোধী কাজ করেছেন তা জানাতে হবে? অন্য় দিকে, কোনও চিঠি পাইনি বলে দাবি পরাজিত বিজেপি প্রার্থীর।
তবে মিডিয়ায় ঘুরছে অভিজিৎকে পাঠানো রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তরফে দলের শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের পাঠানো সেই চিঠি। চিঠিতে বলা হয়েছে, মঙ্গলবারের ‘গুরুত্বপূর্ণ’ বৈঠকে গরহাজির থাকা, ভোট-পরবর্তী ‘হিংসায় আক্রান্ত’দের সেই বৈঠকে যেতে না দেওয়া এবং কর্মীদের দ্বারা কেন্দ্রীয় নেতৃত্বকে ঘেরাও, অনৈতিক মন্তব্য এবং পরবর্তী কালে ডায়মন্ড হারবারের বিজেপির জেলা অফিসে বিশৃঙ্খলায় অভিজিৎকে অভিযুক্ত করা হয়েছে। সাত দিনের মধ্যে লিখিত ভাবে নিজের বক্তব্য জানাতে বলা হয়েছে তাঁকে। নেতৃত্বের পরবর্তী নির্দেশ পর্যন্ত তাঁকে সাময়িক ভাবে বরখাস্ত করার কথাও চিঠিতে লেখা রয়েছে।
প্রসঙ্গত, ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করতে মঙ্গলবার রাজ্যে এসেছিল বিজেপি-র কেন্দ্রীয় প্রতিনিধি দল। সন্দেশখালি, আমতলা-সহ একাধিক জায়গা পরিদর্শন করে তারা। কিন্তু এরই মধ্যে দেখা যায় আলতাবেড়িয়ায় বিজেপি কর্মীদের একাংশের বিক্ষোভের মুখ পড়তে হয়েছে বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দলকে। রাস্তায় চলে বিক্ষোভ। বিক্ষুব্ধরা সকলেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অভিজিৎ দাসের অনুগামী বলে জানা যায়।