প্রথম পাতা খবর গুজরাতে ফিরছে বিজেপি, হাড্ডাহাড্ডি লড়াই হিমাচলে, বলছে বুথ ফেরত সমীক্ষা

গুজরাতে ফিরছে বিজেপি, হাড্ডাহাড্ডি লড়াই হিমাচলে, বলছে বুথ ফেরত সমীক্ষা

476 views
A+A-
Reset

নয়াদিল্লি: দু’দফার ভোটগ্রহণ শেষ হল গুজরাতে। এর পরই প্রকাশ্যে আসছে একের পর এক বুথ ফেরত সমীক্ষা। সঙ্গে হিমাচলপ্রদেশের বিধানসভা ভোটের ফলাফলের পূর্বাভাসও মিলছে সোমবার।

বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষায় বলা হয়েছে, গুজরাতে ফের ক্ষমতায় ফিরছে বিজেপি। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে থাকতে পারে কংগ্রেস এবং আম আদমি পার্টি।

বিভিন্ন সংস্থার বুথ ফেরত সমীক্ষার গড় বলছে, গুজরাতের ১৮২টি আসনের মধ্যে বিজেপি জিততে পারে ১৩১টিতে। কংগ্রেস এবং তার সহযোগী দলগুলির ঝুলিতে যেতে পারে ৪১টি আসন। উল্লেখযোগ্য ভাবে, ২০১৭ সালের গুজরাত বিধানসভা ভোটে বিজেপি-কে দুই অঙ্কের সংখ্যায় বেঁধে রেখেছিল কংগ্রেস। সে বার বিজেপি পেয়েছিল ৯৯ আর কংগ্রেস ৭৭।

অন্য দিকে, হিমাচলপ্রদেশে বিজেপির টানা দ্বিতীয় মেয়াদে জয়ের সম্ভাবনা থাকলেও কংগ্রেসের সঙ্গে গেরুয়া শিবিরের হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে বেশ কিছু বুথ ফেরত সমীক্ষা।

বিজেপি হিমাচলপ্রদেশে দ্বিতীয় বার ক্ষমতায় টিকে থাকতে পারে এবং টানা দ্বিতীয় মেয়াদে রেকর্ডও জিততে পারে। ৬৮টি আসনের মধ্যে ৩৫টিতে জিততে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষার গড়। অন্য দিকে, কংগ্রেসের ঝুলিতে ২৯টি আসন যাওয়ার সম্ভাবনা থাকলেও শূন্য হাতে থাকতে হতে পারে আপ-কে। আবার বেশ কিছু আসনে কংগ্রেসের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বিজেপি-কে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.