প্রথম পাতা খবর “২০২৬-এ বিজেপি ৫০-এর নীচে নামবে”—সাতগাছিয়ার সভা থেকে ভবিষ্যদ্বাণী অভিষেকের

“২০২৬-এ বিজেপি ৫০-এর নীচে নামবে”—সাতগাছিয়ার সভা থেকে ভবিষ্যদ্বাণী অভিষেকের

212 views
A+A-
Reset

“২০২১-এ বিজেপির চাকা ৭৭-এ আটকে গিয়েছিল, ২০২৬-এ সেটাও হবে না”—বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করে এমনই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার সাতগাছিয়ায় এক জনসভা থেকে তিনি বলেন, “আমি ভবিষ্যদ্বাণী করি না। কিন্তু ঈশ্বরের কৃপা, মানুষের আশীর্বাদে যা বলি, মিলে যায়। এবারও বলছি, বিজেপি ৫০টি আসনও পাবে না।”

সভার মঞ্চ থেকেই তিনি প্রকাশ করেন ডায়মন্ড হারবারে তাঁর সাংসদ থাকাকালীন ‘উন্নয়নের খতিয়ান’ নিয়ে লেখা বই ‘নিঃশব্দ বিপ্লব’। দাবি করেন, গত ১১ বছরে ডায়মন্ড হারবারে যে উন্নয়ন হয়েছে, তা সারা দেশের কাছে উদাহরণ।

বিজেপির বিরুদ্ধে তোপ দেগে অভিষেক বলেন, “বিভাজনের রাজনীতি বাংলায় চলবে না। বিজেপি ভোটে হারার প্রতিশোধ নিচ্ছে সাধারণ মানুষের উপর থেকে প্রকল্পের টাকা বন্ধ করে।” তিনি অভিযোগ করেন, “বাংলার কিছু মানুষ দিল্লির খুশি করতে মেরুদণ্ড বিক্রি করেছেন। কিন্তু বাংলার মানুষ বোঝে, কে পাশে থাকে আর কে প্রতিশোধ নেয়।”

শেষে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “মানুষ চাইলে দিল্লির অহঙ্কার ১০ সেকেন্ডে ভেঙে দিতে পারে।” ২০২৬-এর বিধানসভা ভোটে তৃণমূল বিপুল সংখ্যাগরিষ্ঠতায় জিতবে বলেও আত্মবিশ্বাস প্রকাশ করেন অভিষেক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.