প্রথম পাতা খবর নির্বাচনের আগেই ফলাফল! রাজ্যসভার প্রার্থী নিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী

নির্বাচনের আগেই ফলাফল! রাজ্যসভার প্রার্থী নিয়ে বিজেপির অবস্থান স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী

265 views
A+A-
Reset

কেন প্রার্থী দেবে না বিজেপি, সেটাই স্পষ্ট করলেন বিরোধী দলনেতা।

ডেস্ক: মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া রাজ্যসভার আসনে উপনির্বাচন আগামী ৪ অক্টোবর। সোমবার সেই আসনেই মনোনয়ন জমা দিলেন তৃণমূল সুস্মিতা দেব। তবে বিজেপি কোনো প্রার্থী দিচ্ছে না বলে সাফ জানিয়ে দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন?

এর আগে দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে ভোট হওয়ার কথা ছিল ৯ আগস্ট। ওই আসনে মনোনয়ন পেশ করেন তৃণমূল প্রার্থী জহর সরকার। কিন্তু বিজেপি কোনো প্রার্থী না দেওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল প্রার্থী। সেই একই ঘটনার পুনরাবৃত্তি ফের এক বার।

এ দিন শুভেন্দু জানিয়ে দিলেন, মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে তাঁরা কোনো প্রার্থী দিচ্ছে না। কাজেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেলেন সুস্মিতা। কেন বিজেপি প্রার্থী দিল না, তার একটি কারণও টুইটারে জানান শুভেন্দু।

নন্দীগ্রামের বিধায়ক টুইটারে লেখেন, “পশ্চিমবঙ্গে রাজ্যসভার উপনির্বাচনে প্রার্থী দিচ্ছে না বিজেপি। এর ফল মোটামুটি স্পষ্ট। নির্বাচিত নন, এমন একজন মুখ্যমন্ত্রী যাতে নির্বাচিত না হতে পারেন, আমরা সে দিকে মন দিতে চাই”।

[আরও পড়ুন: লক্ষ্য জয়ের মার্জিন বাড়ানো, মঙ্গলবার থেকেই ভবানীপুরে জোর প্রচার মমতার]

উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষ মোহন দেবের মেয়ে এবং অসমের প্রাক্তন কংগ্রেস নেত্রী সুস্মিতা কয়েক সপ্তাহ আগেই তৃণমূলে যোগ দিয়েছেন। এ দিন সকালে বিধানসভায় গিয়ে মনোনয়ন জমা দেন তিনি। অন্য দিকে, বিজেপি কোনো প্রার্থী না দেওয়ায় জয়ীও হতে চলেছেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, তাঁকে সামনে রেখেই অসম, ত্রিপুরায় নিজেদের বিস্তার ঘটাতে চাইছে তৃণমূল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.