২ তৃণমূল প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি, বিজেপির অভিযোগে পাত্তা দিল না কমিশন

কলকাতা: বসিরহাট এবং কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের দুই তৃণমূল প্রার্থী মনোনয়ন নিয়ে বিজেপির অভিযোগ ধোপে টিকল না নির্বাচন কমিশনে। এই দুই কেন্দ্রের তৃণমূল প্রার্থী যথাক্রমে মালা রায় এবং হাজি শেখ নুরুল ইসলামের মনোনয়নে ত্রুটি রয়েছে দাবি করে শোরগোল ফেলে দিয়েছিল বিজেপি। তবে, দিল্লি থেকে কমিশন জানিয়ে দিল, দু’জনের মনোনয়নেই কোনও গরমিল ধরা পডেনি। তাই দু’টি মনোনয়নই গৃহীত হয়েছে।

বুধবার একটি সাংবাদিক বৈঠক ডেকে তৃণমূলের দুই প্রার্থীর মনোনয়ন নিয়ে গুরুতর অভিযোগ এনেছিলেন বিজেপির অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। তিনি দাবি করেন, ‘নো ডিউজ় সার্টিফিকেট’ জমা না দেওয়ার জন্য বীরভূমে পূর্বঘোষিত বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস দেবাশিস ধরকে মনোনয়ন প্রত্যাহার করতে হয়, সেই একই অভিযোগ রয়েছে তৃণমূলের বসিরহাটের প্রার্থী শেখ নুরুলের বিরুদ্ধেও। দেবাশিসের বিরুদ্ধে নো ডিউজ় সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ ছিল। নুরুলও তা দেননি।

অন্য দিকে দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালার বিরুদ্ধে অভিযোগ ছিল, তিনি কলকাতার পুরসভার চেয়ারপার্সন পদে ইস্তফা না দিয়েই লোকসভা ভোটে প্রার্থী পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন। এ ব্যাপারে মালা রায় বলেন, ‘বিজেপি হেরে যাবে বলে, এবার শেষ অস্ত্র প্রয়োগ করার চেষ্টা করছে।’ তাঁর দাবি, এই অভিযোগ মিথ্যা। চক্রান্ত করা হচ্ছে, প্রার্থীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

দুই তৃণমূলপ্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে কার্যত উঠেপড়ে লেগেছিল বিজেপি। তবে দিনের শেষ নিট ফল শূন্য। হতাশ বিজেপি শিবির। নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে কারোরই মনোনয়ন বাতিল হয়নি। কমিশনের তরফে সন্ধ্যায় জানিয়ে দেওয়া হয় হাজি নুরুলের মনোনয়ন গ্রহণ করা হয়েছে। এরপর কমিশনের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় মালা রায়ের মনোনয়নও গ্রহণ করা হয়েছে। মূলত স্ক্রুটিনিতে কোনও গরমিল ধরা না পড়ায় দুটি মনোনয়নই গ্রহণ করল কমিশন। সেক্ষেত্রে আর কোনও বাধা থাকল না।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক