প্রথম পাতা খবর গুজরাতে গেরুয়া ঝড়! শুরু বিজয় উৎসব, ১২ ডিসেম্বর শপথগ্রহণ

গুজরাতে গেরুয়া ঝড়! শুরু বিজয় উৎসব, ১২ ডিসেম্বর শপথগ্রহণ

253 views
A+A-
Reset

অমদাবাদ: সপ্তম বারের জন্য গুজরাতের ক্ষমতায় ফিরছে বিজেপি। পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ভূপেন্দ্র পটেলই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে তিনি শপথ নেবেন আগামী ১২ ডিসেম্বর।

গুজরাত বিধানসভা সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজন ৯২টি আসন। এখনও পর্যন্ত (দুপুর আড়াইটা) ১৫৮টি আসনে এগিয়ে/ জয়ী বিজেপি। বাকি আসনগুলির মধ্যে কংগ্রেস, আপ এবং অন্যান্য এগিয়ে/জয়ী যথাক্রমে ১৬, ৫ এবং ৩‌টি আসনে।

এরই মধ্যে সংবাদ সংস্থা এএনআই টুইটারে জানাল, গুজরাতের পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে আগামী ১২ ডিসেম্বর শপথ নেবেন ভূপেন্দ্র পটেল।

তবে নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিজেপি এখনও অবধি ৮টি আসনে জয়ী হয়েছে। এগিয়ে রয়েছে ১৫০টি আসনে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.