প্রথম পাতা খবর দিলীপ ইস্যুতে ‘নো কমেন্ট’ বার্তা বিজেপির, চাপে রাজ্য নেতৃত্ব

দিলীপ ইস্যুতে ‘নো কমেন্ট’ বার্তা বিজেপির, চাপে রাজ্য নেতৃত্ব

345 views
A+A-
Reset

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে হাসিমুখে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। তারপর থেকেই রাজ্য বিজেপি শিবিরে শুরু হয় তুমুল বিতর্ক। কেউ তাঁকে বলেন ‘ভোগী’, কেউ বা ‘নির্লজ্জ’। সৌমিত্র খাঁ-সহ দলেরই একাধিক নেতা কটাক্ষ করেন প্রাক্তন এই সাংসদকে।

এই পরিস্থিতিতে এবার ক্ষত মেরামতির পথে রাজ্য বিজেপি। গেরুয়া শিবিরের তরফে দলের সব স্তরের নেতাদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে—দিলীপ ঘোষ ইস্যুতে প্রকাশ্যে মুখ খুলবেন না কেউ। একান্ত প্রয়োজন হলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বা মুখপাত্র শমীক ভট্টাচার্য বক্তব্য রাখবেন।

শনিবার শমীক বলেন, “যে যাঁর মতো লিখছেন, বলছেন—তা চলতে পারে না। দল সংঘবদ্ধভাবেই এগোচ্ছে। বিজেপির অন্তর্কলহ নিয়ে যারা ভাবছেন, তারা ভুল করছেন।”

দিলীপ ইস্যুতে ইতিমধ্যেই ‘চ্যাপটার ক্লোজ়’ বলেও মন্তব্য করেছেন সৌমিত্র খাঁ। তবে তাতে বিতর্ক থামছে না। বরং এই ঘটনার জেরে ২০২৬ বিধানসভা ভোটের আগে দলের ভেতরের টানাপোড়েন ফের প্রকাশ্যে এল বলেই মনে করছেন রাজনৈতিক মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.