প্রথম পাতা খবর চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ১, আহত ৩

চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণ, মৃত ১, আহত ৩

253 views
A+A-
Reset

শনিবার দুপুরে দক্ষিণ ২৪ পরগনার চম্পাহাটি গ্রামে এক বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে এক মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় পুরো বাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হয়।

ঘটনাটি ঘটে বারুইপুর থানার অধীন হাড়াল গ্রামের সরদার পাড়ায়। স্থানীয় ব্যবসায়ী পিন্টু মণ্ডলের বাড়িতে বাজি তৈরি ও মজুত করা হত। প্রত্যক্ষদর্শীদের মতে, সকেট বাজি তৈরির সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। তবে কেউ কেউ সন্দেহ করছেন, বাড়িতে মজুত থাকা বাজি থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

বিস্ফোরণে পিন্টু মণ্ডল, শুভঙ্করী সর্দার এবং ভক্তি সর্দার অগ্নিদগ্ধ হন। তাঁদের উদ্ধার করে কলকাতার বাঙুর হাসপাতালে পাঠানো হয়েছে। অসমর্থিত সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

বিস্ফোরণের শব্দে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গ্রামবাসীদের একাংশের দাবি, গ্যাস সিলিন্ডার থেকেই আগুন ছড়িয়ে পড়ে এবং বাড়িতে মজুত বাজিতে বিস্ফোরণ ঘটে।

পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। বাজি কারখানার বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। এই ধরনের দুর্ঘটনা প্রতিরোধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.