প্রথম পাতা খবর রক্ত চাঁদ দেখতে চোখ রাখুন রাতের আকাশে, ৮২ মিনিট ধরে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

রক্ত চাঁদ দেখতে চোখ রাখুন রাতের আকাশে, ৮২ মিনিট ধরে দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

113 views
A+A-
Reset

রবিবার রাত আকাশে ধরা দেবে এক বিরল মহাজাগতিক দৃশ্য। ভারতের আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। বিজ্ঞানীদের মতে, ৭ সেপ্টেম্বর রাত ৮টা ৫৮ মিনিট (ভারতীয় সময়) থেকে ধীরে ধীরে ফ্যাকাশে হতে শুরু করবে চাঁদ। তার পর চাঁদ রং বদলে হয়ে উঠবে লালচে। রাত ১১টা ৪২ মিনিট নাগাদ পৃথিবীর একমাত্র উপগ্রহকে সবচেয়ে বেশি লালচে দেখা যাবে।

এমপি বিড়লা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের প্রাক্তন অধিকর্তা দেবীপ্রসাদ দুয়ারির ব্যাখ্যা অনুযায়ী, চাঁদের নিজস্ব আলো নেই। সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে প্রতিসরিত হয়ে চাঁদে পৌঁছয়। সূর্যরশ্মির নীল অংশ ছড়িয়ে পড়লেও লাল অংশ সরাসরি চাঁদের গায়ে এসে লাগে। তাই গ্রহণের সময় চাঁদ গাঢ় লাল হয়ে ওঠে। সে কারণেই তাকে বলা হয় ‘রক্ত চাঁদ’।

দুয়ারির মতে, যদি গ্রহণের সময় চাঁদ দিগন্তের কাছাকাছি থাকে, তবে লালচে রং আরও প্রকটভাবে ধরা দেয়। তবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সময় চাঁদ মধ্যগগনে থাকবে। তাই ভারতের আকাশে সেটিকে কিছুটা হালকা লালচে রূপে দেখা যেতে পারে।

ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজ়িক্সের অধিকর্তা সন্দীপকুমার চক্রবর্তী জানান, ৭ সেপ্টেম্বর রাত ১১টা ৪২ মিনিটে চাঁদের রং সবচেয়ে লালচে হবে।

সময়সূচি:

  • শুরু: ৭ সেপ্টেম্বর, রাত ৮টা ৫৮ মিনিট (ভারতীয় সময়)
  • পূর্ণগ্রাস: রাত ১১টা থেকে রাত ১২টা ২২ মিনিট পর্যন্ত (প্রায় ৮২ মিনিট)
  • সমাপ্তি: ৮ সেপ্টেম্বর রাত ২টা ২৫ মিনিট

কোথা থেকে দেখা যাবে:
এই বিরল চন্দ্রগ্রহণ দেখা যাবে এশিয়া, অস্ট্রেলিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল থেকে। ভারতের প্রায় সব বড় শহর—কলকাতা, দিল্লি, মুম্বই, পুণে, লখনউ, হায়দরাবাদ, চণ্ডীগড় থেকেও দৃশ্যমান হবে। তবে আবহাওয়া পরিষ্কার থাকতে হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.