ডেস্ক: অবশেষে রোদ ঝলমলে নীল আকাশের দেখা পেল দক্ষিণবঙ্গ। পূর্বাভাস মতো বৃহস্পতিবার থেকেই বৃষ্টি কমেছে ৷ যদিও আজ আকাশ অনেকটাই মেঘলা থাকবে, এমনটা জানান হয়েছে৷ রবিবার থেকে রাতের তাপমাত্রা কমতে থাকবে। দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত রাতের তাপমাত্রা কমতে পারে। শীতের আমেজ ভোরের দিকে। রৌদ্রকরোজ্জ্বল আবহাওয়া দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে।
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, নিম্নচাপ পুরোপুরি কাটার সঙ্গে সঙ্গেই বাতাসে মিলেছে হেমন্তের আমেজ। আর তার জেরেই সপ্তাহান্ত থেকেই রাজ্যে শুরু প্রাক-শীত পর্ব।
আরও পড়ুন: কলকাতায় পেট্রোল ও ডিজেলের দামে ফের রেকর্ড গড়ল
উত্তরবঙ্গে আরও ২৪ ঘণ্টা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কোনও সর্তকতা নেই রাজ্যে। দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় কমলা সতর্কতা এবং মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় হলুদ সতর্কতা জারি ছিল। এই সব জেলাতেই প্রবল বৃষ্টিপাত হয়। তিস্তা তোর্সার মত পাহাড়ি নদীগুলিও বিপদ সীমার ওপর দিয়ে চলতে থাকে। একাধিক জায়গায় ধস নেমে পাড় ভেঙে বিপর্যস্ত হয়েছে উত্তরবঙ্গ। টানা বৃষ্টির জেরে পাহাড়ে আটকে পড়েছে বহু বাঙালি পর্যটক।