কলকাতা: মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশ করল আগামী বছরের অ্যাকাডেমিক ক্যালেন্ডার এবং শিক্ষকদের জন্য নির্দেশিকা। এতে ক্লাসের সময়সূচি, পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং নম্বর বিভাজনের পাশাপাশি শিক্ষকদের জন্য নতুন দায়িত্ব ও নিয়মাবলি নির্ধারণ করা হয়েছে।
পর্ষদের নির্দেশ অনুযায়ী, শিক্ষক-শিক্ষিকাদের সকাল ১০টা ৩৫ মিনিটের মধ্যে স্কুলে প্রবেশ করতে হবে। প্রার্থনা শুরু হবে সকাল ১০টা ৪০ মিনিটে। নির্ধারিত সময়ের পরে স্কুলে প্রবেশ করলে ‘লেট মার্ক’ দেওয়া হবে এবং বেলা সওয়া ১১টার পর প্রবেশ করলে ‘অনুপস্থিত’ হিসেবে গণ্য করা হবে। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শিক্ষকদের স্কুলে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, পড়ুয়ারা স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারবে না। শিক্ষকেরাও ক্লাস বা পরীক্ষাগারে মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। তবে পড়াশোনার কাজে মোবাইল ফোন ব্যবহার করতে হলে প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে।
নির্দেশিকায় কিছু বিষয় নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। শনিবার অর্ধদিবসের ক্ষেত্রে কিংবা আগাম ছুটি হলে কী পদক্ষেপ নেওয়া হবে, তা স্পষ্ট নয়। তাছাড়া, একাদশ শ্রেণি থেকে পড়ুয়াদের ‘পড়াশোনার সুবিধার্থে’ মোবাইল দেওয়া হচ্ছে। ফলে অনেকেই প্রশ্ন তুলেছেন, এই মোবাইল ফোন কি স্কুলে আনা যাবে না?
পর্ষদের এই নতুন নিয়মাবলির উদ্দেশ্য শিক্ষার পরিবেশকে আরও সুশৃঙ্খল করা। তবে মোবাইল ফোন ও ছুটির বিষয়ে পরিষ্কার নির্দেশনার জন্য শিক্ষকদের মধ্যে স্পষ্টীকরণের দাবি উঠেছে।