শববাহী যানে নিহতদের নিথর দেহ। ছবি: রাজীব বসু
পহেলগাঁওয়ের জঙ্গিহানায় প্রাণ হারানো দুই বাঙালি পর্যটকের দেহ এসে পৌঁছাল কলকাতায়। বুধবার রাত আটটা নাগাদ দমদমের নেতাজি সুভাষ আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় বৈষ্ণবঘাটা পাটুলির বাসিন্দা বিতান অধিকারী ও বেহালার সখেরবাজারের সমীর গুহর দেহ।
পরিবার নিয়ে কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী সমীর। বুধবারই তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু দুঃস্বপ্নের মতো ফিরে এলেন শবদেহ হয়ে। স্ত্রী শবরীকে ফিরতে হল স্বামীর কফিন নিয়ে।

বিতানও স্ত্রী সোহিনী ও সন্তানকে নিয়ে ঘুরতে গিয়েছিলেন কাশ্মীরে। মঙ্গলবার দুপুরে বাড়িতে ফোন করে কথা বলেছিলেন পরিবারের সঙ্গে। কিন্তু তার কিছুক্ষণের মধ্যেই পহেলগাঁওয়ে ঘটে যায় বিভীষিকা। সোহিনীর সামনেই জঙ্গিদের গুলিতে ঝরে যায় বিতানের প্রাণ।
উপত্যকার এই রক্তক্ষয়ী হামলায় তিন বাঙালি প্রাণ হারিয়েছেন। পুরুলিয়ার ঝালদার মণীশরঞ্জন মিশ্রের দেহ রাঁচী বিমানবন্দরে পৌঁছনোর কথা।