186
উত্তর কলকাতার ব্যস্ত মানিকতলা থানা এলাকার হাডকো ফুট ওভারব্রিজে বৃহস্পতিবার সকালে এক যুবকের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতালে পাঠিয়েছে।
ওভারব্রিজের লোহার কাঠামো থেকে গলায় নাইলনের দড়ি বেঁধে ঝুলছিল যুবকটি। ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সঞ্জয় মিত্র, বয়স ৩৫। বাড়ি উল্টোডাঙায়। তাঁর পরিবারের সঙ্গে ইতিমধ্যেই যোগাযোগ করা হয়েছে।
এই রহস্য মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই প্রকৃত কারণ বোঝা যাবে বলে মনে করছেন তদন্তকারী আধিকারিকেরা।