কলকাতার অভিজাত আবাসনে তরুণীর রহস্যজনক মৃত্যু। মঙ্গলবার দুপুরে বাগুইআটির দেশবন্ধু নগরের একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হলো এক তরুণীর দেহ। পুলিশ জানিয়েছে, দরজা ভেঙে ফ্ল্যাটে প্রবেশ করতেই দেখা যায় মৃতদেহটি। নিহত তরুণীর নাম মণীষা রায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এটি আত্মহত্যার ঘটনা হতে পারে, তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে খবর, মণীষা আগে মায়ের সঙ্গে থাকতেন। মায়ের মৃত্যুর পর থেকে তিনি একাই থাকতেন ওই ফ্ল্যাটে। জানা গেছে, তিনি একটি পার্লারে কাজ করতেন। সোমবার রাতে তাঁর ফ্ল্যাটে কয়েকজন বন্ধু এসেছিলেন এবং সেখানে পার্টি হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপর মঙ্গলবার দুপুরে তাঁর দেহ উদ্ধার হয়।
পুলিশ এখন মণীষার পরিচিত ও বন্ধুদের খোঁজ করছে এবং তাঁদের সঙ্গে কথা বলার চেষ্টা চলছে। যদিও প্রাথমিকভাবে আত্মহত্যার সম্ভাবনা মনে করা হচ্ছে, তবু মৃত্যুর আসল কারণ ময়না তদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।