বাবার সঙ্গে মেলায় গিয়েছিলেন, কিন্তু তারপর আর বাড়ি ফেরা হয়নি তাঁর। পরদিন জঙ্গলে রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়াল বীরভূমের সদাইপুরে। বছর ত্রিশের ওই যুবতীকে ধর্ষণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
শুক্রবার দুবরাজপুরের মেলায় গিয়েছিলেন যুবতী। সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন। শনিবার রাধামাধবপুর গ্রামের কাছে জঙ্গলে তাঁর নিথর দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পাশে পড়ে ছিল একটি জলের বোতল, চটি, রুমাল। গলায় ওড়নার ফাঁস দেখে পুলিশের প্রাথমিক অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে সিউড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে। মৃতার বাবার অভিযোগ, মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে। থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন তিনি।
ঘটনার তদন্ত শুরু করেছে সদাইপুর থানার পুলিশ। এক আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ হবে। এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি তুলেছেন।