কলকাতা: এর আগেও বউবাজারের একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছে। এ বার ফাটল আতঙ্ক মদন দত্ত লেনে। ভোররাতে কিছু বাড়িতে ফাটল দেখা যেতেই জিনিসপত্র নিয়ে রাস্তায় বার হয়েছেন এলাকার বাসিন্দারা। তারপরই ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা।
শুক্রবার ভোর বেলায় মদন দত্ত লেনের বেশ কয়েকটি বাড়িতে বড় বড় ফাটল দেখা দেয় বলে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। ঘটনাস্থলে মেট্রো আধিকারিকরা এসে পৌঁছন। তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা। তাঁদের এলাকায় ঢুকতে বাঁধাও দেওয়া হয়। ঘটনাস্থলে মোতায়ান করা রয়েছে পুলিশবাহিনী।
রীতিমতো ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। মেট্রো রেলের আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। পুরো ঘটনায় মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয় কাউন্সিলর।
কাউন্সিলর বিশ্বরূপ দে মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘‘ভোর রাতে ফাটল ধরলেও মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে কারও দেখা পাওয়া যায়নি ঘটনাস্থলে। পরে যাঁরা এসেছেন তাঁরাও বিশেষজ্ঞ নন, আধিকারিক।”
অন্য দিকে, কেএমআরসিএলের ম্যানেজিং ডিরেক্টর সি এন ঝা বলেন, “শিয়ালদহের দিকে মেট্রোর লাইনে ক্রস প্যাসেজে কাজ চলাকালীন রাত ৩টে নাগাদ সেখান থেকে জল বার হতে দেখেনে কর্মীরা। ঘটনাস্থলে যাচ্ছেন কেএমআরসিলের উচ্চপদস্থ আধিকারিকরা। এখনও পর্যন্ত মোট ৫-৬টি বাড়িতে ফাটল দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের মূল্যায়নের পর সঠিক সংখ্যাটা জানা যাবে।”
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১০টি পরিবার বাড়ি ছাড়তে বাধ্য হয়। এক বাসিন্দা বলেন, “ভোর চারটায় উঠে দেখি বাড়িতে ফাটল ধরেছে। আমি বেরিয়ে দেখি এলাকায় হুড়োহুড়ি পড়ে গিয়েছে। এক প্রতিবেশী বললেন তাড়াতাড়ি বাইরে বার হতে। কারণ বাড়িগুলিতে ফাটল ধরেছে।” ওই বাসিন্দার আরও ক্ষোভ, “আমরা ভোর ৪টের সময় থেকে মেট্রো রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। কিন্তু, কেউ ফোন তোলেনি।”