প্রথম পাতা খবর গোয়া ফিল্ম ফেস্টিভাল থেকে বাদ পড়ল ব্রাত্য বসুর ডিকশনারি

গোয়া ফিল্ম ফেস্টিভাল থেকে বাদ পড়ল ব্রাত্য বসুর ডিকশনারি

300 views
A+A-
Reset

ডেস্ক: গোয়া ফিল্ম ফেস্টিভাল থেকে বাদ পড়ল ব্রাত্য বসুর ডিকশনারি। এতে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন মন্ত্রী। ২৫ টি সিনেমার মধ্যে বেছে বেছে তাঁর ছবিটিই বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ ব্রাত্যর। এই নিয়ে বিজপির ষড়যন্ত্র দেখছেন তিনি। প্রসঙ্গত উল্লেখ্য গোয়ার সরকার বিজেপির। খুব সম্প্রতি গোয়ায় পা রেখেছে তৃণমূল কংগ্রেস। এবং ৩ মাসের মধ্যে গোয়া দখলের চ্যালেঞ্জ নিয়েছে তৃণমূল কংগ্রেস।


বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে ব্রাত্য দাবি করেন, ছবিটির বাদ যাওয়ার কারণ হিসাবে জানানো হয়েছে, প্রযোজক এবং ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার জুরিদের কাছে একটি ই-মেলে জানানো হয়েছে ছবির পরিচালক ব্রাত্য বসুর নামের বানান ভুল লেখা ছিল।


বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে ব্রাত্য বসু অভিযোগ করেছেন,রাজনৈতিক কারণেই গোয়া ফিল্ম ফেস্টিভাল থেকে তাঁর ছবিটা বাদ দেওয়া হয়েছে। ছবিটি বাদ দেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে নামের বানানে ভুল ছিল।
ব্রাত্য বসু অভিযোগ করেছেন, নামের বানান বি এর জায়গায় ডি গেছে! অর্থাৎ, দত্ত বসু লেখা হয়েছে। মন্ত্রী দাবি করেছেন কারণটা অত্যন্ত হাস্যকর। তাঁর কাছে যে চিঠি এসেছে, ওয়েবসাইটে যখন নামটা দিয়েছে, সেখানে নামের বানান ঠিক’। নামের বানান ভুল ছিল এমন অজুহাত দিয়ে তাঁর ছবি বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ব্রাত্য বসু।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.