প্রথম পাতা খবর মারিশদায় ভেঙে পড়ল ১১৬বি জাতীয় সড়কের সেতু, বন্ধ কলকাতা-দিঘা সরাসরি যোগাযোগ, বিকল্প পথ জানাল পুলিশ

মারিশদায় ভেঙে পড়ল ১১৬বি জাতীয় সড়কের সেতু, বন্ধ কলকাতা-দিঘা সরাসরি যোগাযোগ, বিকল্প পথ জানাল পুলিশ

21 views
A+A-
Reset

পূর্ব মেদিনীপুরের মারিশদায় ভয়াবহ দুর্ঘটনা। শনিবার দুপুরে ১১৬বি জাতীয় সড়কের উপর থাকা একটি সেতু আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায় কলকাতা থেকে দিঘার সরাসরি সড়ক যোগাযোগ।

ঘটনাটি ঘটে মারিশদা থানার এলাকার কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেতু ভেঙে পড়ার সময় সেখানে কয়েকটি গাড়ি চলাচল করছিল। ফলে কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, এবং কিছু যাত্রী অল্পবিস্তর আহত হন। তবে বড় বিপর্যয় এড়ানো গিয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সেতু ভেঙে পড়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের আধিকারিক ও পুলিশকর্তারা। পাশাপাশি খবর দেওয়া হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষকে (NHAI)। ঘটনার পর এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়, বিশেষত সপ্তাহান্তে যখন দিঘাগামী পর্যটকদের ভিড় থাকে তুঙ্গে।

পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) শ্যামল মণ্ডল জানান, “সেতুটি ভেঙে পড়ায় জাতীয় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ। ফলে আপাতত কলকাতা ও দিঘার মধ্যে সরাসরি যোগাযোগ ব্যাহত হয়েছে। তবে বিকল্প পথের ব্যবস্থা করা হয়েছে।”

বিকল্প পথ:

  • কোলাঘাট থেকে দিঘাগামী গাড়িগুলিকে ১১৬বি সড়কের বাজকুল থেকে ভগবানপুর হয়ে হেঁড়িয়া–ভূপতিনগর–এগরা–কাঁথি রুটে পাঠানো হচ্ছে।
  • অন্যদিকে, কাঁথি থেকে কলকাতাগামী গাড়িগুলিকে এগরা–ভগবানপুর–কোলাঘাট রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, সেতুটি কীভাবে ভেঙে পড়ল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, দীর্ঘদিন ধরে রক্ষণাবেক্ষণের অভাব এবং ভারী যান চলাচলের চাপে সেতুর গঠন দুর্বল হয়ে পড়েছিল।সপ্তাহান্তে দিঘা ভ্রমণের পরিকল্পনা থাকা বহু পর্যটক এই ঘটনায় বিপাকে পড়েছেন। স্থানীয় প্রশাসন দ্রুত সেতু মেরামতির জন্য NHAI কর্তৃপক্ষকে জরুরি পদক্ষেপ নিতে অনুরোধ করেছে

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.