চার দিনের বিরতির পর সোমবার থেকে আবার শুরু হচ্ছে বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশনের প্রথম দিনেই রাজ্যপালের ভাষণের উপর আলোচনা করবেন তৃণমূল এবং বিজেপি বিধায়করা।
গত সোমবার বিধানসভায় বাজেট অধিবেশনের সূচনা করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এরপর বুধবার রাজ্যের বাজেট পেশ হয়। তবে সরকারি ছুটি ও সপ্তাহান্তের বিরতির কারণে রাজ্যপালের ভাষণ নিয়ে আলোচনা তখন হয়নি। তাই সোমবার ও মঙ্গলবার এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভায় ভাষণ দিতে পারেন বলে জানা গেছে। তাঁদের বক্তব্যের পরেই রাজ্যপালের ভাষণ সংক্রান্ত আলোচনা পর্ব শেষ হবে।
এরপর বুধবার ও বৃহস্পতিবার রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের পেশ করা বাজেট নিয়ে পর্যালোচনা হবে। শেষ চার দিনে বিধানসভায় গুরুত্বপূর্ণ আলোচনা ও বিতর্কের সম্ভাবনা থাকায় রাজনৈতিক মহলের নজর বিধানসভার ওপর থাকছে।