মেলবোর্নে বক্সিং ডে টেস্টের চতুর্থ দিনে উত্তেজনার পারদ চড়াল জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজের দুর্দান্ত বোলিং। ভারতীয় দল অস্ট্রেলিয়াকে কোণঠাসা করলেও, টেলএন্ডারদের দৃঢ়তায় আয়োজকরা ৩৩৩ রানের লিড নিয়ে দিন শেষ করেছে। ম্যাচের শেষ দিনে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে।
রবিবার খেলার শুরুতে ভারতের ইনিংস শেষ হয় ৩৬৯ রানে। আগের দিন অপরাজিত থাকা নীতীশ কুমার রেড্ডি তার ইনিংস ১১৪ রানে শেষ করেন। নাথান লায়ন ৪ উইকেট নিয়ে ভারতের লম্বা ইনিংস থামান। ১০৫ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ চাপে ফেলে দেন বুমরাহ-সিরাজ। বুমরাহ তার বিধ্বংসী স্পেলে ৫৬ রানে ৪ উইকেট তুলে নেন। সিরাজ ৩ উইকেট পান ৬৬ রানে। উসমান খোয়াজা (২১), স্যাম কনস্টাস (৮), স্টিভ স্মিথ (১৩), ট্রেভিস হেড (১), মিচেল মার্শ (০) এবং অ্যালেক্স কেয়ারি (২) ধারাবাহিকভাবে আউট হন।
তবে ভারতীয় ফিল্ডিং বড় ধাক্কা দেয়। যশস্বী জয়সওয়াল তিনটি ক্যাচ মিস করেন, যার মধ্যে মার্নাস লাবুশেনের (৭০) জীবনদান বড় প্রভাব ফেলে। লাবুশেন ও প্যাট কামিন্সের (৪১) গুরুত্বপূর্ণ জুটিতে অস্ট্রেলিয়া আরও শক্তিশালী হয়।
ভারতীয় বোলারদের অন্যতম দুর্বলতা টেলএন্ডারদের আউট করা। শেষ উইকেটের জুটিতে নাথান লায়ন (৪১ অপরাজিত) এবং স্কট বোল্যান্ড (১০ অপরাজিত) ১০৭ বল খেলে ৫৫ রান যোগ করেন। ফলে ভারতীয় দলের সামনে টেস্ট বাঁচানোর চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে দাঁড়ায়।
শেষ দিনে ভারতের সামনে অস্ট্রেলিয়ার লিড কমানো ও জয়ের চেষ্টা করতে হবে। বুমরাহ-সিরাজের বোলিং মুগ্ধ করলেও, যশস্বীর ফিল্ডিং এবং টেলএন্ডারদের বিপক্ষে ব্যর্থতা ভারতের জন্য চিন্তার কারণ হয়ে রইল।