231
বেহালার সখেরবাজার মোড়ে ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল যমুনা মণ্ডল (৪৬) নামে এক মহিলার। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ রায়চক-ধর্মতলা রুটের বাস থেকে নামার সময় শাড়িতে পা জড়িয়ে বাস থেকে পড়ে যান তিনি। মুহূর্তেই পিছনের চাকা তাঁকে পিষে দেয়।
আহত অবস্থায় তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। ঠাকুরপুকুর থানার পুলিশ ঘাতক বাসটিকে আটক করেছে এবং চালকের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ঘটনার জেরে ব্যস্ত সময়ে এলাকায় যানজটের সৃষ্টি হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলেও জানিয়েছে পুলিশ।