কলকাতা: পুজোর দিনগুলোয় মহানগরীর সেই চেনা ছবিটা তিন বছর পরে ফিরে এল। বরং বলা যায়, শহর যেন বাঁধনছাড়া। দু’বছরের বন্দিদশা কাটিয়ে মানুষ বেরিয়ে পড়েছে পথে। ভিড় সামাল দিতে পুজোর রাতে শহর ও শহরতলিতে রোজ হাজার খানেক বেসরকারি বাস এবং ১০০ সরকারি বাসও চলবে।
পঞ্জিকামতে পুজো শুরু হওয়ার আগেই মণ্ডপে উপচে পড়ছে ভিড়। করোনার ভয় কাটিয়ে ফের চেনা ছন্দে ফিরল দুর্গাপুজো। পরিবহণ দফতর সূত্রে খবর, পুজোর সময় সরকারি বাসের পাশাপাশি বাড়ানো হয়েছে বেসরকারি বাসের সংখ্যাও। শহর ও শহরতলি মিলিয়ে রাতভর চলবে হাজারখানেক বেসরকারি বাস।
পুজোর ভিড় সামাল দেওয়ার জন্য বেসরকারি পরিবহণের উপর অনেকটাই নির্ভর করতে হচ্ছে। পরিবহণ দফতর সূত্রে খবর, শুধু দিনে নয়, রাতেও কলকাতার রাস্তায় চলবে সরকারি বাস। সেই সংখ্যাটা প্রায় একশো। জানা গিয়েছে, সপ্তমী থেকে নবমীর মধ্যে বাসের টাইমটেবিল বদল করে সন্ধ্যায় এবং রাতে বেশি সংখ্যক বাস চালানোর চেষ্টা করা হবে।
পাশাপাশি যাত্রীদের সুবিধার্থে সপ্তমী থেকে নবমী বেসরকারি বাস চলবে সারারাত। পরিবহণ দফতর এই সংক্রান্ত অনুমোদন দিয়েছে বেসরকারি বাসমালিকদের। যদিও কড়া নির্দেশ দেওয়া হয়েছে, বাসের রুট বদল করা যাবে না।
আরও পড়ুন: আজ ষষ্ঠী, বোধন-সহ দুর্গাপুজোর মহাআচার