প্রথম পাতা খবর অস্থায়ী কর্মীদের ২৬ দিন কাজের প্রতিশ্রুতি, বড়ো ঘোষণা পরিবহণমন্ত্রীর

অস্থায়ী কর্মীদের ২৬ দিন কাজের প্রতিশ্রুতি, বড়ো ঘোষণা পরিবহণমন্ত্রীর

309 views
A+A-
Reset

কলকাতা: অস্থায়ী কর্মীদের দাবি মেনে মাসে ২৬ দিন কাজের প্রতিশ্রুতি দিলেন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। অবিলম্বে কর্মবিরতি প্রত্যাহার করার আর্জি জানালেন তিনি। একাধিক দাবিতে দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার অস্থায়ী কর্মীদের আন্দোলনের জেরে কার্যত মুখ থুবড়ে পড়েছিল দক্ষিণবঙ্গের সরকারি বাস পরিষেবা। দীর্ঘ টানাপোড়েনের পরে বড়ো ঘোষণা করলেন পরিবহণমন্ত্রী।

মন্ত্রীর আর্জিতে সাড়া দিয়েছেন আন্দোলনরত অস্থায়ী কর্মীরা। তাঁর আশ্বাসের পরে, প্রেসবিবৃতি দিলে কর্মবিরতি তুলে নেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। তবে আপাতত শুঘু দিঘা ডিপো থেকে কর্মবিরতি তুলে নেওয়ার কথা হয়েছে। এই ডিপো থেকেই সবার আগে কর্মবিরতির আন্দোলন শুরু হয়েছিল।  টানা ৭ ধরে কর্মবিরতি করছেন কর্মীরা।

সোমবার সংবাদ মাধ্যমের কাছে পরিবহণমন্ত্রী বলেন, “পুজোর মুখে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। অস্থায়ী কর্মীদের ২৬ দিনের কাজের একটা দাবি ছিল। আমি এসবিএসটিসি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আমি দায়িত্ব নিচ্ছি। ২৬ দিনের কাজ ওদের দেওয়া হবে। আমি পুজো মিটলেই কথা বলব ওদের সঙ্গে। ”

প্রসঙ্গত, ২০১৩ সাল থেকে যাঁরা বাস চালাচ্ছেন, তাঁদের স্থায়ীকরণ, মাসে ২৬ দিন কাজ, ছুটি-সহ অন্যান্য একাধিক সুবিধার দাবিতে আন্দোলনে নামেন এসবিএসটিসির অস্থায়ী কর্মীরা। হলদিয়া, দিঘা, মেদিনীপুর, সিউড়ি, রামপুরহাট, বর্ধমান, দুর্গাপুর-সহ বিভিন্ন জায়গায় অনির্দিষ্টকালের জন্য শুরু হয় বাস ধর্মঘট। এই ধর্মঘটের জেরে আন্তঃজেলা বাস পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে যায়। পুজোর মুখে প্রবল সমস্যায় পড়তে হয় রাজ্যবাসীকে।

আরও পড়ুন: ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে হবে নয়া প্রাথমিক টেট, জানালেন ব্রাত্য বসু

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.