ডেস্ক: মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় বড়সড় রদবদল। সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) প্রয়াণের পর পঞ্চায়েত দফতর কার হাতে দেওয়া হবে, তা নিয়ে জল্পনা তৈরি হয়। আজ মন্ত্রিসভার বৈঠকে সেই রদবদলের কথা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে, অর্থমন্ত্রী হিসেবে অমিত মিত্রের মেয়াদ শেষ হয়ে আসায় সেই দফতরের দায়িত্ব নিজে নিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
দেখে নিন রাজ্য মন্ত্রিসভার রদবদল
অর্থ দফতরের দায়িত্ব সামলাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। অর্থ দফতরের উপদেষ্টা হচ্ছেন বর্তমান অর্থ মন্ত্রী অমিত মিত্র।
পঞ্চায়েত মন্ত্রী হচ্ছেন পুলক রায়। জনস্বাস্থ্য কারিগরী দফতরের পাশাপাশি পঞ্চায়েতের দায়িত্ব সামলাবেন তিনি।
পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন বেচারাম মান্না। বর্তমানে তিনি শ্রম দফতরের প্রতিমন্ত্রী। তাঁর হাতেও অতিরিক্ত দায়িত্ব।
অর্থ দফতরের প্রতিমন্ত্রী হচ্ছেন চন্দ্রিমা ভট্টাচার্য।
ক্রেতা সুরক্ষা দফতরের দায়িত্ব সামলাবেন মানস ভুঁইয়া, বর্তমানে তিনি জল সম্পদ উন্নয়ন মন্ত্রী। তাঁর হাতেও যাচ্ছে অতিরিক্ত দায়িত্ব।
রাষ্ট্রায়ত্ত্ব উদ্যোগ ও শিল্প পুনর্গঠন দফতরের প্রতিমন্ত্রী হলেন বীরবাহা হাঁসদা। বন প্রতিমন্ত্রী ছিলেন বীরবাহা। সঙ্গে নতুন যুক্ত হল শিল্প পুনর্গঠন।
স্বনির্ভর গোষ্ঠী ও স্ব-নিযুক্তি দফতরের মন্ত্রী হচ্ছেন শশী পাঁজা। বর্তমানে নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ মন্ত্রী তিনি। সামলাবেন অতিরিক্ত দায়িত্ব।