প্রথম পাতা খবর হুক্কা বার বন্ধ সংক্রান্ত মামলায় পুলিশের রিপোর্ট তলব হাইকোর্টের

হুক্কা বার বন্ধ সংক্রান্ত মামলায় পুলিশের রিপোর্ট তলব হাইকোর্টের

260 views
A+A-
Reset

কলকাতা: কোনো লিখিত নির্দেশ ছাড়াই কলকাতা ও বিধাননগর এলাকায় বন্ধ হুক্কা বার। এই বিষয় নিয়ে দায়ের হওয়া মামলায় এ বার কলকাতা পুলিশ কমিশনার ও বিধাননগর পুলিশ কমিশনারকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট।

সম্প্রতি কলকাতা ও বিধাননগর এলাকার সব হুক্কা বার বন্ধের নির্দেশ দিয়েছে পুরসভা। পুলিশকে এই নির্দেশ কার্যকর করতে বলা হয়েছে। সেই নির্দেশের বিরুদ্ধে হাইকোর্টে হস্তক্ষেপ দাবি করেন রেস্তোরাঁ মালিকদের সংগঠন। মামলার শুনানিতে এই বিষয়ে কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনরারের কাছে রিপোর্ট তলব করলেন বিচারপতি রাজাশেখর মান্থা।

মামলাকারীদের বক্তব্য ছিল, ২০০৩ সালে ‘কেন্দ্রীয় টোব্যাকো আইন’ মেনে বার চালানো হয়। তাই পুলিশ ও পুরসভা কীভাবে হুক্কাবার বন্ধ করতে পারে?

এ ব্যাপারে আগামী মঙ্গলবারের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মামলাকারীদের দাবি, ২০০৩ সালের কেন্দ্রীয় আবগারি আইনে হুক্কা বার চলে। কিন্তু মৌখিক নির্দেশে হুক্কা বার বন্ধ করা হচ্ছে শহরে। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি।

আরও পড়ুন: কলকাতার সমস্ত হুক্কা বার বন্ধ করার সিদ্ধান্ত পুরসভার

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.