কলকাতা: সন্দেশখালি ঘটনায় বিজেপির করা জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতির বেঞ্চে উঠেছিল সন্দেশখালি সংক্রান্ত জনস্বার্থ মামলাটি। প্রধান বিচারপতি জানান, মামলা নিয়ে কোনো রিসার্চ করা হয়নি। শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের উপর ভিত্তি করে মামলা দায়ের করা অর্থহীন।
হাইকোর্টের মন্তব্য, ‘কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার যথেষ্ট ক্ষমতা রয়েছে। তারা জানে এই ধরনের পরিস্থিতি কী ভাবে সামলাতে হয়। শুধুমাত্র সংবাদ মাধ্যমের খবরের উপর ভিত্তি করে মামলা দায়ের করে আদালতের কাছে আবেদন জানানো অর্থহীন। তাই এই মামলার কোনও গ্রহণযোগ্যতা আছে বলে আদালত মনে করছে না।’
গত শুক্রবার রেশন বণ্টন দুর্নীতির মামলায় তদন্তের সূত্রে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডি। তবে সেই বাড়ি তালাবন্ধ ছিল। অনেক ক্ষণ ডাকাডাকির পরেও কারও সাড়া মেলেনি। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর সেই বাড়ির তালা ভাঙার চেষ্টা করেন ইডির তদন্তকারী আধিকারিকেরা। সেই সময়েই বেশ কয়েক জন স্থানীয় বাসিন্দা ঘটনাস্থলে পৌঁছে যান। তাঁরা নিজেদের তৃণমূল নেতার অনুগামী পরিচয় দিয়ে ইডি আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কেন্দ্রীয় বাহিনীর জনওয়ানদেরও ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয়দের একাংশের বিরুদ্ধে।
অভিযোগ, সেই সময়েই তাঁদের ঘিরে ফেলে মারধর করা হয়। ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়া হয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। এর পর ইডি আধিকারিকদের ধাওয়া করে এলাকা ছাড়তে বাধ্য করা হয়। ভাঙচুর করা হয় তাঁদের গাড়িতে। সেই সময়েই তিন ইডি আধিকারিক জখম হয়েছেন বলে জানা যায়। তবে ঘটনার পর ৬ দিন পেরিয়ে গেলেও এখনও অধরা শেখ শাহজাহান।