প্রথম পাতা খবর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট

279 views
A+A-
Reset

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। আদালত অবমাননার মতো বিষয় সামনে না এলেও, জনস্বার্থের কথা ভেবে বিচারব্যবস্থা সম্পর্কে মন্তব্য করা থেকে সচেতন থাকবে জনপ্রতিনিধি, অভিষেককে এভাবেই সর্তক করে মামলা খারিজ হাইকোর্ট ডিভিশন বেঞ্চে। জনস্বার্থের কথা ভেবে আদালত সর্তক থাকতে বলল জনপ্রতিনিধিকে অভিষেককে।

গত শনিবার পূর্ব মেদিনীপুরের হলদিয়ায় একটি জনসভা থেকে বিরোধীদের আক্রমণ করতে গিয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, ”আমার বলতেও লজ্জা লাগে, বিচার-ব্যবস্থায় এক জন দু’জন এমন আছেন, যাঁরা তল্পিবাহক হিসেবে কাজ করছেন। সোমবার সকালে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণের আরজি জানান দুই আইনজীবী। এদিন দুপুরে ওই মামলার আরজি খারিজ করলেন বিচারপতি। জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির কোনও প্রয়োজনীয়তা নেই বলেই মত তাঁর।

বিচারপতির পর্যবেক্ষণ, “কোনও ব্যক্তি কিছু বললেই মানহানি হয় না। প্রতিদিন কেউ না কেউ, কিছু না কিছু বলছেন। তা বিচারব্যবস্থাকে কলুষিত করতে পারে না। বিচারব্যবস্থার মান এতটা ঠুনকো নয়। জনপ্রতিনিধিদের এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকা উচিত। তবে এখনই স্বতঃপ্রণোদিত মামলা রুজু করার কোনও প্রয়োজনীয়তা নেই।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.