220
স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নতুন নিয়োগপ্রক্রিয়ার বিজ্ঞপ্তি নিয়ে দায়ের হওয়া সমস্ত মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার দুপুরে বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ এই রায় ঘোষণা করে জানিয়ে দেয়, এসএসসি-র বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই।
এসএসসি-র নতুন নিয়োগবিধি ও বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে একাধিক আবেদন জমা পড়েছিল আদালতে। তবে হাই কোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, এসএসসি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নতুন নিয়োগপ্রক্রিয়া শুরু করেছে। কমিশনের সিদ্ধান্তে আইনগত হস্তক্ষেপের যুক্তি নেই। ফলে মামলাকারীদের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এই রায়কে।