প্রথম পাতা খবর ‘এখন ভালো কাজ করছে’, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রশংসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

‘এখন ভালো কাজ করছে’, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রশংসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

359 views
A+A-
Reset

কলকাতা: শিক্ষক নিয়োগে ‘দুর্নীতি’র অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। একের পর এক মামলা চলছে হাইকোর্টে। এমন আবহে প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতি পদে গৌতম পালের কাঁধে দায়িত্বভার তুলে দিয়েছে সরকার। আবারও নয়া পর্ষদ সভাপতি ও সম্পাদকের প্রশংসায় পঞ্চমুখ হলেন সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দিলেন দরাজ সার্টিফিকেটও।

সোমবার ছিল টেটের প্রশ্ন ভুল মামলার শুনানি। হাইকোর্ট জানায়, নানা টালবাহানার জন্য বয়স পেরোলেও যোগ্য চাকরিপ্রার্থীদের ইন্টারভিউ নিতে হবে পর্ষদকে। পাশ করলে দিতে হবে নিয়োগও। বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, ‘‘ভুল প্রশ্ন থেকে পাওয়া নম্বরে উত্তীর্ণ হওয়ার পরেও যাঁরা বয়স পেরিয়ে যাওয়ায় ইন্টারভিউয়ে বসতে পারেননি, তাঁদের অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপ করতে হবে।’’

এ দিন শুনানি চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা যায়, “প্রাথমিক শিক্ষা পর্ষদ ভালো কাজ করছে। একটু সময় লাগবে।” তিনি আরও বলেন, “প্রাথমিক শিক্ষা পর্ষদ ভালো কাজ করছে। এখন পর্ষদ সভাপতি ও সম্পাদক ভাল কাজ করছেন। একটু সময় লাগবে। আমার বিশ্বাস, একদিন প্রাথমিক পর্ষদ সুনাম অর্জন করবে। শুধু জট কাটতে সময় দিতে হবে।”

এর আগে গত সেপ্টেম্বরেও টেট মামলার শুনানিতে প্রাথমিকের শিক্ষা পর্ষদের নতুন কমিটির প্রশংসা করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুন: গুজরাতে সেতু-বিপর্যয়, সাবধানী পদক্ষেপ নবান্নের

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.