কলকাতা: নিয়োগ দুর্নীতিতে ধৃত মানিক ভট্টাচার্যের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির দেশে-বিদেশে ছড়িয়ে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হল হাইকোর্টের তরফ থেকে।
এই ঘটনার সূত্রপাত বেশ কয়েকদিন আগে। গত ২৫ জানুয়ারি প্রাক্তন পর্ষদ সভাপতিকে ৫ লক্ষ টাকা জরিমানা করে আদালত। সেই জরিমানা সময়ে না জমা দেওয়ার জন্যই সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে আদালত। এমনকি আদালতে কোনো আবেদনও জানাননি তিনি। তাই তাঁর সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিলেন বিচারপতি।
এ দিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, মানিক ভট্টাচার্যের রাজ্য, দেশ এবং দেশের বাইরে যেখানে যা সম্পত্তি আছে, তা বাজেয়াপ্ত করতে হবে।
তবে এ ক্ষেত্রে বিচারপতি এও জানিয়েছেন, যদি মানিক ভট্টাচার্য তাঁর জরিমানার টাকা দিয়ে দেন, তবে বাজেয়াপ্ত করা সম্পত্তি তাঁকে পুনরায় ফেরত দেওয়া হবে। হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল এ বিষয়ে মানিক ভট্টাচার্যকে অবগত করবেন বলেও জানা গিয়েছে হাইকোর্ট সূত্রে।
প্রসঙ্গত, ২০১৭ সালে সহিলা পারভিন নামে এক টেট পরীক্ষার্থী হাইকোর্টে মামলা করেন। তিনি তথ্যের অধিকার আইনের আওতায় তাঁর ওএমআর শিট চেয়ে আবেদন জানিয়েছিলেন। এর জন্য নির্ধারিত টাকা দিয়ে এই আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু সহিলা পারভিনের অভিযোগ, তাঁকে যথাযথ ওএমআর শিট দেয়নি প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই মামলাতেই ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।