প্রথম পাতা খবর কিংবদন্তীদের শ্রদ্ধা জানাতে এগিয়ে এল কলকাতা পুরসভা

কিংবদন্তীদের শ্রদ্ধা জানাতে এগিয়ে এল কলকাতা পুরসভা

315 views
A+A-
Reset

কিংবদন্তি মানুষ, যাঁরা সম্প্রতি পরলোকগমন করেছেন তাঁদের সম্মান জানাতে একটি চমৎকার উদ্যোগ নিয়েছে কলকাতা পুরসভা।

প্রয়াত সংগীত শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় সাধারণত থাকতেন লেক গার্ডেন্সে। সেখানকার রাস্তার নাম তাঁর নামাঙ্কিত করে শিল্পীকে শ্রদ্ধা জানাতে সিদ্ধান্ত নিয়েছেন স্থানীয় নাগরিক কর্তৃপক্ষ। স্থানীয় কাউনসিলর বাপ্পাদিত্য সরকার বলেন, একটি পার্কের নামকরণ করা হবে প্রয়াত প্রবাদপ্রতিম কার্টুনবিশারদ নারায়ণ দেবনাথের নামানুসারে। এই পার্কের দেওয়ালে আঁকা থাকবে হাঁদা-ভোঁদা, বাঁটুল দি গ্রেট-এর ছবি।

আরও জানা গেছে, একটি পার্কের পুনর্নামকরণ করা হবে কিংবদন্তী অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের নামে, যিনি প্রয়াত হয়েছেন গত ২০১৫ সালের ১৫ নভেম্বর।

দোল যাত্রার আগেই বৈষ্ণবঘাটা-পাটুলি সাটেলাইট টাউনশিপের একটি পার্কের পুনর্নাম করা হচ্ছে প্রবাদপ্রতিম সংগীত শিল্পী লতা মঙ্গেশকরের নামানুসারে।  

কলকাতা পুরসভা ইতিমধ্যে ঘোষণা করছে, সম্পদ কেন্দ্র সরিয়ে টাউন হলে রাখবে যেখানে কিংবদন্তীদের জীবনী এবং ইতিহাস সংক্রান্ত তথ্য রাখা থাকবে জনগণের প্রদর্শনের জন্য। সংগ্রহশালা স্থাপন করা হবে এই সব কিংবদন্তী মানুষের শিল্পকর্ম জনগণের কাছে প্রদর্শনের জন্য। নির্মাণ হচ্ছে একটি সংরক্ষণাগারও।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.