প্রথম পাতা খবর ‘আমি অপমান বোধ করছিলাম’ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং

‘আমি অপমান বোধ করছিলাম’ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং

271 views
A+A-
Reset

ডেস্ক: পঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন ক্যাপ্টেন অমরিন্দর সিং। রাজভবনে রাজ্যপালের সঙ্গে দেখা করে পদত্যাগ পত্র দমা দিয়েছেন তিনি। আগেই অমরিন্দর যে মুখ্যমন্ত্রী পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তা জানিয়েছেন তাঁর ছেলে। গত কয়েক মাস ধরেই অমরিন্দরের বিরুদ্ধে বিদ্রোহ দানা বেঁধেছিল পাঞ্জাব কংগ্রেসে। তাঁকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরানোর দাবি উঠেছিল। 


মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে তিনি বলেন, ” আজ সকালেই সোনিয়া গান্ধীকে জানিয়েছি। আমি অপমান বোধ করছিলাম। এত অপমান সহ্য করে দলে থাকা সম্ভব নয়।” সিং স্পষ্ট বলেন,” এই ধরনের অপমান যথেষ্ঠ। তিনবার আপমান করা হল। এই হেনস্থা সহ্য করে আমি দলে থাকতে পারব না।”

আরও পড়ুন: তৃণমূলে যোগ দিয়ে কি বললেন বাবুল..


ইস্তফাপত্র দিয়ে বেরিয়ে আসার পর পরের মুখ্যমন্ত্রীর জন্য সমর্থনের হাত বাড়িয়ে দেবেন কি না জানতে চাইলে সাংবাদিকদের ক্যাপ্টেন অমরিন্দর সিংহ বলেছেন, ‘দীর্ঘ ৫২ বছরের রাজনৈতিক জীবন। পাশাপাশি সাড়ে ৯ বছর মুখ্যমন্ত্রীর পদ সামলেছি। আপাতত আমার অনুরাগী ও সমর্থকদেরই দ্বারস্থ হব পরের কর্মসূচি ঠিক করতে। তারা যা বলবেন, সেই অনুযায়ী পরের ভাবনা।’

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.